ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবদীতে কার্ভাডভ্যানের চাপায় সাবেক পুলিশ কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
মাধবদীতে কার্ভাডভ্যানের চাপায় সাবেক পুলিশ কনস্টেবল নিহত

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে কার্ভাডভ্যানের চাপায় আবুল হোসেন (৬০) নামে সাবেক এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। 

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী ইসলাম সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন ঢাকার মতিঝিল এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে ঢাকা যাচ্ছিলেন আবুল হোসেন। পথে মাধবদী ইসলাম সিএনজি স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জানান, মৃত ব্যক্তির সঙ্গে থাকা আইডি কার্ড থেকে জানা গেছে যে তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।