ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উলিপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
উলিপুরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল এলাকা থেকে সাজেদুর রহমান দুলু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুরে ধরনীবাড়ি ইউনিয়নের মাঝবিল বাজারের পার্শ্ববর্তী পরিত্যক্ত জমি থেকে এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত দুলু ওই ইউনিয়নের নাডাবাড়ি গ্রামের বাসিন্দা।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে তার মরদেহ ও চুরি হওয়া লাল রঙের একটি গরু উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, চুরি হওয়া গরুর মালিককে শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে মৃত ব্যক্তির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত ব্যক্তিটি এলাকার চিহ্নিত ও পেশাদার চোর।

দীর্ঘদিন ধরে উলিপুরের বিভিন্ন এলাকায় এসব কর্মকাণ্ড চালানো অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি মোয়াজ্জেম।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।