ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বাসচাপায় আ’লীগ নেতা নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৯
টাঙ্গাইলে বাসচাপায় আ’লীগ নেতা নিহত 

টাঙ্গাইল: টাঙ্গাইলে বাসের চাপায় বাদল মিয়া (৪০) নামে ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগর জলফৈই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে।

 

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজন দত্ত বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহর থেকে বাদল মিয়া মোটরসাইকেলে করে নগরজলফৈই যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাদলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।