ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দ আশরাফুলের মাগফেরাত কামনায় গাংনীতে সভা, দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
সৈয়দ আশরাফুলের মাগফেরাত কামনায় গাংনীতে সভা, দোয়া মাহফিল সৈয়দ আশরাফুলের মৃত্যুতে গাংনীতে সভা, দোয়া মাহফিল। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্ষিয়ান রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের জীবনের ওপর আলোচনা সভা ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৪ জানুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে গাংনী উপজেলা ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তোহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীব, সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন।

আরো বক্তব্য রাখেন- গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব, সাধারণ সম্পাদক আমিনুল হক সেন্টু, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আশিকুজ্জামান পিন্টু, তুহিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্টু রাজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সোহেল জোয়ার্দ্দার প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন, বিনয়ী চরিত্রের অধিকারী। নীতি আদর্শ ছিল চরিত্রের অন্যতম অংশ। তার নেতৃত্বের গুণাবলীকে সামনে রেখে আগামীতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের পথ চলতে হবে।

আলোচনাসভা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।