ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মমতাজের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মমতাজের শ্রদ্ধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মমতাজ। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খ্যাতনামা ফোক সম্রাজ্ঞী ও মানিকগঞ্জ-০২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মমতাজ বেগম।

শুক্রবার (০৪ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু’র সমাধিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

 

এসময় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহ সভাপতি আফছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এহতেশাম খান ভুনু, মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মাহমুদুল হাসান জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাসহ মানিকগঞ্জ ও গোপালগঞ্জের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
শ্রদ্ধা নিবেদন শেষে মমতাজ বলেন, আগামীতে নিজ এলাকার উন্নয়নের পাশাপশি সাংস্কৃতিক অঙ্গনকে বিশ্বের কাছে নতুন রূপে পরিচিত করতে কাজ করে যাবো।

বাংলাদেশ সময়: ১৯২৩, জানুয়ারি ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।