ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে মিনি ট্রাকচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
কক্সবাজারে মিনি ট্রাকচাপায় শিশু নিহত নিহত শিশু নাহিদ/ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগা এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে নাহিদ নামে দুই বছরের এক শিশু।

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ ওই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিনের ছেলে।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিল শিশুটি। এসময় দ্রুতগামী মিনি ট্রাকটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।