ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
উখিয়ায় ১২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ আটক দুই মাদক বিক্রেতা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে ১১ হাজার ৯শ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সুলতান (২৮) ও ফাতেমা বেগম (৪০)।

সুলতান পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার জাফর আলমের ছেলে। আর ফাতেমা একই এলাকার নুরুল আমিনের স্ত্রী।

র‌্যাব-৭ কক্সবাজার অফিসের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় ইয়াবা বেচা-কেনার জন্য কয়েকজন ইয়াবাকারবারী জড়ো হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দু’জনকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যৌথভাবে এ ব্যবসা চালিয়ে আসছিলেন বলে স্বীকার করেছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।