ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
টেকনাফে ২ যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় দুই যুবককের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৫ জানুয়ারি) সকালে উপজেলার রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচর থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তবে তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়রা রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার বালুচরে মরদেহ দু’টি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।