ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাটারায় পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ভাটারায় পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর ভাটারায় পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারী নাম মিনা আক্তার (২৫)। তার স্বামী সোহেল রানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ডিএমপির ভাটারা থানায় কর্মরত আছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৫ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত নারী এক সন্তানের জননী। স্বামী সোহেল রানাকে নিয়ে ভাটারা সোলমাইদ এলাকায় আব্দুল লতিফের বাড়িতে ভাড়ায় থাকতো।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-ইমাম রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোলমাইদের বাসা থেকে মিনার মরদেহ খাটের উপর থেকে উদ্ধার করা হয়। নিহত নারীর গলায় দাগ দেখা গেছে। তার স্বামীর কাছে জানতে পেরেছি তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে তার স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।