ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাশরাফিকে মন্ত্রী হিসেবে চান নড়াইলবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
মাশরাফিকে মন্ত্রী হিসেবে চান নড়াইলবাসী সম্মিলিত সংস্কৃতিক জোট মানববন্ধন। ছবি: বাংলানিউজ

নড়াইল: জাতীয় ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী হিসেবে দেখতে চান নড়াইলবাসী। 

এ দাবিতে শনিবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত সংস্কৃতিক জোট মানববন্ধনের আয়োজন করে। এ মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন।

 

এ সময় বক্তব্য রাখেন- সম্মিলিত সংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুণ্ডু, সম্মিলিত সংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নারী নেত্রী আনজুমান আরা বেগম, রওশন আরা কবীর লিলি, সালমা রহমান কবিতা, কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ।  
বক্তারা বলেন, স্বাধীনতার পর প্রতিটা সংসদ নির্বাচনে নড়াইলের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করেছে। স্বাধীনতার এই ৪৭ বছরেও নড়াইলের কোনো নেতা মন্ত্রীত্ব পাননি। একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মাশরাফিকে বিপুল ভোটে জয়ী করেছে নড়াইলের সাধারণ মানুষ। নড়াইল জেলাকে আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার জন্য মাশরাফিকে মন্ত্রীত্ব দেওয়ার জোর দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।