ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ঝিনাইদহে স্কুলছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঝিনাইদহ: ঝিনাইদহে ৩য় শ্রেণির স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার মুরারিদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ওই গ্রামের হাতেম আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, মুরারিদহ গ্রামের ৩য় শ্রেণির স্কুলছাত্র বিল্লাল হত্যা মামলার আসামি নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজ হয় মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শহিদুল শেখের ছেলে বিল্লাল হোসেন। রাতভর খোঁজাখুজির পরও তার সন্ধান না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়। শুক্রবার সকালে স্থানীয় একটি কলাবাগানে বিল্লালের  মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত বিল্লালের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে মিজানুরের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।