ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে উদ্বোধন হলো ‘মানবতার দেয়াল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
গোপালগঞ্জে উদ্বোধন হলো ‘মানবতার দেয়াল’ মানবতার দেয়াল। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: দেশের বিভিন্ন স্থানের মতো শীতার্ত ও অসহায় মানুষের জন্য গোপালগঞ্জে উদ্বোধন করা হলো ‘মানবতার দেয়াল’। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা সবাই পরোপকারী-আপস’ এর উদ্যোগে এ দেয়াল তৈরি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামের পাশে এ দেয়ালের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

এসময় জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ সাইদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শান্তি মনি চাকমা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা রেশমা আক্তার হাসি, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযম, স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি শরীফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন অতিথিরা।

আপস’র তৈরি মানবতার দেয়ালটি থেকে শীতার্ত ও অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় নিতে পারবেন আর বিত্তবানরা তাদের অপ্রয়োজনীয় কাপড় এখানে রেখে দিতে পারবেন।

ডিসি মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, শুধু নিজেদের মুখে হাসি নয়, গরীব ও দুস্থ মানুষে মুখে হাসি ফোটাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।