ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘ভাইয়ের শেষ স্মৃতি এখন কোথায় পাবো’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
‘ভাইয়ের শেষ স্মৃতি এখন কোথায় পাবো’ আফরোজা-ছবি-বাংলানিউজ

ঢাকা: হাতে ক্যানোলা লাগানো অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের সামনে অঝোরে কাঁদছেন এক নারী। কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। আমি ১০ হাজার টাকা দেবো, আমার মোবাইলটা তোমরা কেউ আইনা দাও। ওই মোবাইলে আছে আমার মৃত ভাইয়ের ছবি। অনেকগুলো সুন্দর সুন্দর ছবি। তোমরা আমার মোবাইলটা এনে দাও। আমার মৃত ছোট ভাইয়ের স্মৃতি হিসেবে ওই ছবিগুলোই ছিল।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সামনে এই দৃশ্য দেখা যায়।  

তার নাম আফরোজা (২৪), বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়।

বর্তমানে তিনি সাভারের রেডিও কলোনি এলাকায় থাকেন। সাভারে মা লাইলি বেগমের সঙ্গে থেকে স্থানীয় একটি গার্মেন্টসের সুইং অপারেটর পদে চাকরি করেন। বাবা অনেক আগেই মারা গেছেন। বেশ কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল, এক মাদকাসক্তের সঙ্গে। বিয়ের কয়েক মাস সংসার করলেও এখন আর স্বামীর সঙ্গে যোগাযোগ নেই।

কাঁদতে কাঁদতে তিনি জানান, তিনি নিজেও অসুস্থ। বুধবার রাতে তার মা তাকে ঢামেকের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করিয়েছে।

তিনি আরও জানান, তার কাছে একটি স্মার্টফোন ছিল। সেটি সকালে ওয়ার্ড থেকে চুরি হয়ে গেছে।

এরপর সারা মেডিকেল ঘুরে ঘুরে মোবাইলটি খুঁজেছেন। মোবাইলটি না পেয়ে পুলিশ ক্যাম্পের সামনে এসে কাঁদতে থাকেন।  

আফরোজা জানান, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে তার ছোট ভাই শাহজাহান আহমেদ স্বপন, গত বছরের মার্চে মারা যান। তার ভাইয়ের ব্যবহৃত মোবাইলটি শেষ স্মৃতি হিসেবে নিজের কাছে রেখেছিলেন। সেই মোবাইলে তার ভাইয়ের অনেক সুন্দর সুন্দর ছবি ছিলো।  

আফরোজা বুকের ভেতর চাপা কষ্ট নিয়ে জানান, মোবাইল চুরি হয়েছে তাতে কোনো দুঃখ নেই। কিন্তু মোবাইলটা ছিল আমার মৃত ভাইয়ের শেষ স্মৃতি। আপনারা প্লিজ মোবাইলটা একটু খুঁজে দেন। দরকার হলে আমি হাসপাতালে চিকিৎসা করাবো না। মোবাইলটি নিয়ে আমি চলে যাবো।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি জানার পর নতুন ভবনে গিয়ে চোরকে ধরার জন্য চেষ্টা করা হয়েছে। আফরোজার পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে, শাহবাগ থানায় গিয়ে জিডি করার জন্য।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।