ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জনগণের সেবা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
জনগণের সেবা নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে

মেহেরপুর: ‘প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীকে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ শুরু করেছে। তাই জনগণ যাতে করে জনপ্রশাসনের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পায় সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় মেহেরপুরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এসব কথা বলেন।  

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১২৩ শতাংশ বেতন বাড়ানো হয়েছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতি করার কোনো প্রয়োজন নাই।

কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ছিল। একইভাবে দুর্নীতির বিরুদ্ধেও এ সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো আপোষ নাই। ’

সাংবাদিকদের এত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জনপ্রশাসনকে জনবান্ধব ও জনকল্যাণমুখী হিসেবে করে গড়ে তুলতে চাই। সাধারণ মানুষ যাতে জনপ্রশাসনের কাছে থেকে নিরাপত্তা পায়, সুবিধা পায় এবং তারা তাদের কাঙ্ক্ষিত সেবা পায় সে ব্যাপারে আমরা কাজ করে যাবো। ’

মুজিবনগরের উন্নয়নে এবং মুক্তিযুদ্ধভিত্তিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার কথাও উল্লেখ করে ফরহাদ হোসেন বলেন, ‘পর্যটনকেন্দ্র হিসেবে খুব দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে। এছাড়া মেহেরপুর জেনারেল হাসপাতালটিকে মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে কাজ করা হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘আমি গর্বিত এমন একটি এলাকার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পেরে। সেক্ষেত্রে মেহেরপুর ও মুজিবনগরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানায় এ এলাকার সংসদ সদস্য হিসেবে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায়। আমার অনেক অঙ্গীকার ও দায়িত্ব রয়েছে। এলাকার সব শ্রেণীর-পেশার মানুষের সহযোগিতা নিয়ে মেহেরপুরের উন্নয়নে কাজ করতে চাই।

এরআগে প্রতিমন্ত্রীকে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল সার্কিট হাউজে গার্ড অব অনার দেয়। মন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসক (ডিসি) আতাউল গণি ও পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর পৌঁছানোর আগে কলেজ মোড়ের পৌর কবরস্থানে তার বাবা মরহুম ছহিউদ্দিনের কবর জিয়ারত করেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।