ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় বাসচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
কোটালীপাড়ায় বাসচাপায় শিশুর মৃত্যু ঘাতক বাসটি। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া বাজার এলাকায় পিকনিকের একটি বাসচাপায় লাবিবা খানম (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। লাবিবা টুঙ্গিপাড়া উপজেলার সড়াইডাঙ্গা গ্রামের আরিফ সিকদারের মেয়ে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বাংলানিউজকে জানান, বরিশালের হিজলা উপজেলার রাজলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার জামাল হোসেন তার সমর্থকদের নিয়ে দু’টি বাসে করে টুঙ্গিপাড়ায় পিকনিক করতে আসেন। পিকনিক শেষে বরিশাল ফেরার পথে তাদের গাড়ি বহরের আজমি পরিবহনের  একটি বাস বর্ষাপাড়ায় পৌঁছালে ওই শিশুটিকে চাপা দেয়।  

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় লাবিবা বাড়ির পাশের বর্ষাপাড়া বাজারের সামনে তার দাদীর সঙ্গে পাতা (জ্বালানি) কুড়াচ্ছিলো। এ ঘটনায় ঘাতক চালকসহ বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।