ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
পাটগ্রামে ৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অভিযান চালিয়ে ১৯৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে দহগ্রাম-আঙ্গরপোতা এলাকা থেকে  শাড়িগুলো জব্দ করা হয়।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকার আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।  

জব্দ শাড়িগুলোর কাস্টমসে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।