ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজৈরে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
রাজৈরে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় নারীসহ গ্রেফতার ৪

মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় ২৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে নিহতের ছোটভাই শ্রীবাস বসু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।  

এদিকে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

গ্রেফতার আসামিরা হলেন- যতিশ বসু (৫০) ও তার স্ত্রী কনক বসু (৪৮), বিমল বসু (৬০) ও মিঠু বসু (৪৩)। তারা চারজনই রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি এলাকার বাসিন্দা।

মামলার বাদী নিহতের ছোটভাই শ্রীবাস বসু বাংলানিউজকে বলেন, আমার ভাইয়ের হত্যার পেছনে যতিশ বসুসহ আরো অনেকে জড়িত। সামন্য কিছু জমির জন্য আমার বড় ভাইকে মেরে ফেলা হয়েছে। আমার ভাইয়ের মৃত্যু সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ আহাম্মেদ বাংলানিউজকে বলেন, সাবেক ইউপি সদস্য নিহতের ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিহতের কাকাতো ভাই ও দুই নারীকে আটক করা হয়। শুক্রবার নিহতের ভাই বাদী হয়ে মামলা করলে আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।