ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ফেনসিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমি আটক ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী সুমি

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী শারমিন আক্তার সুমিকে (৩৫) আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় রূপনগর থানাধীন বেড়িবাঁধ-আশুলিয়া সড়কে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর একটি টিম তাকে আটক করে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মেজর সাইফুদ্দিন বলেন, উত্তরবঙ্গ থেকে একটি ফেনসিডিলের চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চেকপোস্টের খানিকটা দূরেই গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সুমিকে আটক করা হয় এবং প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে সুমির সহযোগী গাড়িচালক আনোয়ার পালিয়ে যেতে সক্ষম হয়।

তিনি জানান, সুমি মিরপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এরইমধ্যে মাদক সংশ্লিষ্ট ১৩টি মামলা রয়েছে। দুই মাস আগেও ৪০০ বোতল ফেনসিডিলসহ সুমিকে গ্রেফতার করেছিল র‌্যাব-৪। জামিনে বের হয়ে আবারো মাদক পরিবহনের সময় আজ তাকে হাতেনাতে আটক করা হলো।

সুমি কৌশলে ১৩ বছরের একটি বোনকে সঙ্গে নিয়ে চলাফেরা করে। বোরখা পরে ভদ্রবেশে পরিবার নিয়ে চলাফেরার আড়ালে মাদক বহন করতো সে। তার ভাই, ফুফুসহ পরিবারের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

সুমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।