ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে ট্রলিচাপায় অটোবাইক যাত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
ফুলবাড়ীতে ট্রলিচাপায় অটোবাইক যাত্রী নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ইটবোঝাই ট্রলিরচাপায় অটোবাইকের যাত্রী জাহানারা বেগম (৩২) নিহত হয়েছেন।

এসময় গৃহবধূর কোলে থাকা আট মাসের শিশুকন্যা সুমাইয়া ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কাফেয়া গ্রামের শাবের আলীর স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বালারহাট এলাকার গৃহবধূ জাহানারা শিশু কন্যাসহ ব্যাটারিচালিত অটোবাইকযোগে স্বামীর বাড়ী মোগলহাট রওনা দেন। পথিমধ্যে অটোবাইকটি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে পৌঁছালে আকস্মিকভাবে জরুরি ব্রেক করলে শিশুসহ মা পাকা রাস্তার উপর ছিটকে পড়েন।  

এসময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ইটবোঝাই ট্রলি মা ও শিশুকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন।  

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আর্জিনা খাতুন জানান, হাসপাতালে আসার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে এবং আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এফইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।