ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

চেক পেল জলঢাকার নিহত ১৩ শ্রমিকের পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
চেক পেল জলঢাকার নিহত ১৩ শ্রমিকের পরিবার নিহতদের স্বজনদের হাতে অনুদানের চেক হস্তান্তর। ছবি: বাংলানিউজ

নীলফামারী: কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় ট্রাকচাপায় নিহত নীলফামারীর জলঢাকার ১৩ শ্রমিকের প্রত্যেককের পরিবারে শ্রম মন্ত্রণালয় থেকে দেওয়া এক লাখ টাকা করে চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহতদের স্বজনদের মধ্যে এ চেক হস্তান্তর করা হয়। নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) বেগম নাজিয়া শিরিন তাদের হাতে এ চেক তুলে দেন।

এসময় অনুষ্ঠানে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোতালেব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিনুর আলম, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজাউদ্দৌলা, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের উপ-মহাপরিদর্শক সোমা রায় উপস্থিত ছিলেন।

গত ২৫ জানুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় কাজী অ্যান্ড কোং ইটভাটায় একটি ট্রাক থেকে কয়লা আনলোডের সময় ট্রাকটি উল্টে গিয়ে ভাটার লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই নীলফামারীর জলঢাকার ১২ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাণ হারায় আরও একজন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।