ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ১০ দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শুমারি শুরু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
শ্রীমঙ্গলে ১০ দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শুমারি শুরু ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শুমারির উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: ‘নৃ-গোষ্ঠীর খানার তথ্য জানান, সনদ সেবা সহজে পান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শুমারি-২০১৯।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) উপজেলা মিলনায়তনে গণনাকারী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপ-সচিব আশরাফুর রহমান।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন- সাঁওতাল নৃ-গোষ্ঠীর মহেশ সাঁওতাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, গণমাধ্যম কর্মীদের পক্ষে মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।

প্রশিক্ষণে উপজেলার খাসিয়া, মণিপুরী, ত্রিপুরা, মুন্ডা, সাঁওতাল, গারো ও উড়াং নৃ-গোষ্ঠীর গোত্র প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ অংশ নেন।

জেলা প্রশাসনের পরিচালনায় আগামী ৭ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ শুমারি চলবে। শুমারি চলাকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় উপজেলার কেবল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এলাকায় গিয়ে ২০ জন মাঠকর্মী ও চারজন সুপারভাইজার তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করবেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯ 
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।