ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
ঢামেক এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ফটো)

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের সামনে থেকে এক ব্যক্তির (আনুমানিক ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ভজন বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঢামেক হাসপাতালের বাগান গেটের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহটি লাল কম্বল দিয়ে ঢাকা ছিলো। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলো। তার পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।