ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
কিশোরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ .

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার মালিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রাজকুন্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. খাইরুল ইসলাম (২৭) এবং একই এলাকার মৃত মজনু মিয়ার ছেলে মো. ছমিন মিয়া (৩০)।

স্থানীয়রা জানান, করিমগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন খায়রুল ও ছমিন। পথে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের মালিবাড়ি এলাকায় পৌঁছালে ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন খায়রুল ও ছমিন পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।