ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
মৌলভীবাজারে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক মুজিবুর রহমান জিতু

মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মুজিবুর রহমান জিতু (২৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। 

বুধবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়। জিতু মৌলভীবাজার পৌর এলাকার বেরিরচর এলাকার ফরকিত মিয়ার ছেলে।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ জিতুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।