ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জ পৌরসভায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
বকশীগঞ্জ পৌরসভায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

জামালপুর: প্রায় এক বছরের বেশি সময় থেকে ঝুলে থাকা বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত হওয়া মাত্র একটি কেন্দ্র মালিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ভোটগ্রহণ চলছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

২০১৭ সালে ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত।

১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও মালিরচর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের কারণে ভোটগ্রহণ স্থগিত করে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।  

৩ দফা নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পরেও আওয়ামী লীগের প্রার্থীর মামলার কারণে ভোটগ্রহণ বাতিল করা হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহিনা বেগম পাঁচ হাজার ১৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।