ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘ধর্ম যার যার উৎসব সবার’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
‘ধর্ম যার যার উৎসব সবার’ বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

ঢাকা: প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। ভবিষ্যতে জাঁকজমকপূর্ণভাবে বাণী অর্চনা উৎসব অনুষ্ঠিত হবে।

রোববার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাণী অর্চনা উদযাপন পরিষদ আয়োজিত ‘বাণী অর্চনা ১৪২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, অনুষ্ঠানের আহ্বায়ক যষ্টী সরকার, সদস্য সচিব মিন্টু কুমার মণ্ডল প্রমুখ।

প্রধান বিচারপতি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমিও এটা মনে করি যে, ধর্ম যার যার উৎসব সবার। সুতরাং আজকে আমরা এ উৎসবে যোগ দিতে এসেছি। সুপ্রিম কোর্ট বারে এটা অনেক আগ থেকে পালন হয়ে আসছে এবং আমার তো মনে হয় যে, আমি প্রায় প্রত্যেক বার এসেছি, কোনোবার আমার মিস হয়নি। আমি আশা করি ভবিষ্যতেও আসবো এবং এরকম জাঁকজমকপূর্ণভাবে এ উৎসব অনুষ্ঠিত হবে। ’

আইনজীবীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ, বিচারপতি শশাংক শেখর সরকার প্রমুখ।

এর আগে শনিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে প্রতিমা স্থাপন করা হয়। রোববার সকাল সাড়ে আটটা থেকে পূজা শুরু হয়। পরে অঞ্জলী প্রদান এবং প্রসাদ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।