ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
কুষ্টিয়ায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

কুষ্টিয়া: কুষ্টিয়ায় রাজমিস্ত্রীদের নিয়ে রাজসভা করেছে কিং ব্র্যান্ড সিমেন্ট।

রোববার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামে কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার পরিবেশক, রিটেইলার ও রাজমিস্ত্রিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজসভায় কিং ব্র্যান্ড সিমেন্ট কুষ্টিয়া বিশ্বাস ট্রেডার্সের সত্বাধিকারী তহিদুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিভিশনাল সেলস ম্যানেজার মো. নূরুল ইসলাম।

 

এসময় তিনি বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট দেশের মানুষের আস্থা অর্জন করে তার সুনাম অক্ষুণ্ণ রেখেছে। কিং ব্র্যান্ড সিমেন্ট প্রমাণ করতে সক্ষম হয়েছে মজবুত ও শক্ত নির্মাণে কিং ব্র্যান্ড সিমেন্ট সেরা।

কিং ব্র্যান্ড সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. কাওসার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, কুষ্টিয়া শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী গণেষ চন্দ্র, কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার রবিউল আওয়াল, রিটেইলার শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
 
অনুষ্ঠানে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন কিং ব্র্যান্ড সিমেন্টের সিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. কাওসার হোসেন।

সভায় কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলার কিং ব্র্যান্ড সিমেন্টের সেলস কর্মকর্তা-কর্মচারী, ৭০ জন রাজমিস্ত্রি ও  রিটেইলারসহ শতাধিক লোক অংশ নেয়। অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র-এর মাধ্যমে ১০ জন রাজমিস্ত্রিকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।