ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আবারও কুষ্টিয়া-পাবনা-নাটোর মহাসড়ক অবরোধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আবারও কুষ্টিয়া-পাবনা-নাটোর মহাসড়ক অবরোধ

ঈশ্বরদী: ঈশ্বরদীর পাকশীতে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে হত্যার প্রতিবাদে আবারও মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। এতে কুষ্টিয়া-ঈশ্বরদী-পাবনা-নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমান্ড পাকশী ইউনিয়ন শাখার উদ্যোগে মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী ও এলাকাবাসী এ অবরোধ কর্মসূচিতে অংশ নেয়।  

এরআগে, দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় এলাকাবাসী বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) পাবনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে।

তখন পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হোসেন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হকের আশ্বাসে অবরোধকারীর মহাসড়ক থেকে সরে যায়। অবরোধ তুলে নেওয়ার ৭২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও কেউ আটক না হওয়ায় আবারও আন্দোলনে নামে এলাকাবাসী।

উল্লেখ্য, বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত ৯টায় পাকশীর রুপপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত হন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম।  

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২১০৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।