ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
মালয়েশিয়াগামী ২২ রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত উদ্ধার করা রোহিঙ্গারা

কক্সবাজার: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ খুরেরমুখ এলাকা থেকে ফের ২২ রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

রোববার (১০ ফেব্রুয়ারি) রাতে তাদের উদ্ধারের পর সোমবার (১১ ফেবুয়ারি) দুপুরে স্ব স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।  

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছে।

তারা সবাই কুতুপালং এবং বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।  

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক আছাদুজ্জমান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মালয়েশিয়া যাওয়ার জন্য বোটের অপেক্ষায় ছিল ২২ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ফেরত নিয়ে আসে। সোমবার পরিচয় নিশ্চিত করে তাদের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।  

তিনি জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছেন।  

উল্লেখ্য, গত এক সপ্তাহে মালয়েশিয়া পাচারকালে আরও ৫০ রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করে পুলিশ ও বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
এসবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।