ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাঁজাসহ আটক ৩ ​

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
রাজধানীতে গাঁজাসহ আটক ৩ ​

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

সোমবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর লিংক রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোয়েন্দা বিভাগের উত্তরের একটি টিম অভিযান চালায়।

এ সময় একটি ট্রাকের পাটাতনে তল্লাশি চালিয়ে ১৫০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

আটক তিনজন হলেন- আবু তাহের (৩০), মোক্তার খন্দকার (২৭) ও সাইফুল ইসলাম ওরফে চাঁন মিয়া (৪৩)। এ ঘটনায় আটকদের নামে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজধানীতে আটকরা গাঁজা বিক্রয় ও বিপণনের কথা স্বীকার করেছেন। তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবারহ করে আসছিল বলে জানিয়েছে ডিবি (উত্তর) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের পরিদর্শক।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৯
ডিএসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।