ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অফিস সহকারী পদে মৌখিক পরীক্ষার ফলপ্রকাশের দাবিতে অনশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
অফিস সহকারী পদে মৌখিক পরীক্ষার ফলপ্রকাশের দাবিতে অনশন

ঢাকা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাউশি) অফিস সহকারী পদের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলপ্রকাশের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করেন তারা।

জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২২টি পদে ১ হাজার ৯৬৫টি শূন্যপদ পূরণের লক্ষ্যে ২০১৩ সালের মার্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষা ২০১৩ সালের ১৪ জুন অনুষ্ঠিত হয়। কিন্তু দুর্নীতির অভিযোগে পরীক্ষা বাতিল হয়। এরপর ২০১৭ সালের ৭ জুলাই চতুর্থ শ্রেণীর অফিস সহায়ক পদে আবার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ হাজার ৮৭৮ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে একই বছর ১০ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করে কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষার এক বছরের বেশি সময় পার হলেও এখনো ফল প্রকাশ করেনি অধিদফতর। তবে অফিস সহায়ক ও বুক সর্টার পদ ছাড়া বাকি সবপদের ফল ও নিয়োগ প্রদান করা হয়েছে।

অবস্থান কর্মসূচির সভাপতি আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, ছয় বছর আগে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মধ্যে ২২টি পদে নিয়োগ হয়ে গেছে। কিন্তু আমাদের এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। আমরা মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেওয়ার দাবিতে প্রতীকী অনশন করছি। অন্যথায় আমরা শিক্ষা ভবন ঘেরাও করবো ও অবস্থান ধর্মঘট পালন করবো।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।