ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘বিএনপি-জামায়াতের কৌশল প্রেমিক-প্রেমিকার মতো’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
‘বিএনপি-জামায়াতের কৌশল প্রেমিক-প্রেমিকার মতো’ সচিবালয়ে নিজ কার্যালয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা: প্রেমিক-প্রেমিকার প্রেমের গভীরতার পর্যায়ের মতো বিএনপি-জামায়াত কৌশলের আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। জোটসঙ্গী জামায়াতকে ছাড়া প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন হাছান মাহমুদ।
 
গণমাধ্যমে বিএনপির জামায়াত ছাড়া নিয়ে খবরের বিষয়ে হাছান মাহমুদ বলেন, পত্রিকায় আমি দেখলাম বিএনপি জামায়াত আলাদা হয়ে যাচ্ছে- এ খবর বেরিয়েছি।

আর ভিতরের খবর দেখতে পেলাম জামায়াত প্রকৃতপক্ষে বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ, বিএনপি ছাড়তে চায় না ওদের (জামায়াত), জামায়াত ছেড়ে চলে যাচ্ছে।
 
‘বিএনপি যদি জামায়াতকে ত্যাগ করতো, বলতো যুদ্ধাপরাধী দলের সঙ্গে এতদিন আমরা (বিএনপি) যে জোটবদ্ধভাবে নির্বাচন-আন্দোলন, আমরা বিশ বছর ধরে যুদ্ধাপরাধী দলের সঙ্গে যে সংসার করেছি এতে আমরা ভুল করেছি। আমাদের এখন উপলব্ধি হয়েছে যুদ্ধাপরাধীর দলের সঙ্গে আমরা আর থাকবো না- এই ঘোষণা দিয়ে যদি বিএনপি জামায়াতকে এবং অতীতে যে ছিল সেটার জন্য ক্ষমা প্রার্থনা করছি- এই ঘোষণা দিয়ে বিএনপি জামায়াতকে তাদের জোট থেকে বের করে দেয় তাহলে অবশ্যই বিএনপিকে আমরা সাধুবাদ জানাবো। ’
 
‘কিন্তু কাগজে দেখলাম যে আসলে তা নয়। আসলে জামায়াত বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। এখানে বিএনপিকে সাধুবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ’
 
এটা কোনো কৌশল হতে পারে কিনা- প্রশ্নে তিনি বলেন, প্রেম যখন খুব গভীর হয় আর সমাজ থেকে যখন বাধাপ্রাপ্ত হয় তখন প্রেমিক-প্রেমিকা ‘না’ ধরনের কৌশল অবলম্বন করে। এটাও তাদের মতো সে ধরনের কোনো কৌশল কিনা?
 
বিএনপি-জামায়াত বিচ্ছিন্ন হবে কিনা- প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, তাদের মধ্যে যে সমঝোতা ও ঐক্য, সেই সমঝোতা ও ঐক্য হচ্ছে যারা বাংলাদেশ চায়নি তাদের সঙ্গে বিএনপি ঐক্য করেছে। আমাদের পূর্বসূরি যারা মুক্তিযুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন তাদের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করেছেন। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি খালেদা জিয়া আইএসআই’র কাছ থেকে অর্থ নিয়েছেন।  

‘বাংলাদেশে বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য ও জামায়াতের কোনো নেতার শাস্তি হলে পাকিস্তানের পার্লামেন্টে সেটার প্রতিবাদ হয়, পাকিস্তান সরকারের পক্ষ থেকে সেটার বিরুদ্ধে বলা হয়। অর্থাৎ, তাদের যে ঐক্য এটা তাদের আদর্শিক ঐক্য, বাহ্যিকভাবে তারা আলাদা হওয়ার কথা বললেও তারা কখনো আলাদা হবে না। ’
 
ডাকসু নির্বাচন প্রসঙ্গ
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপি যখন জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের আবদার করে আসছে, আমরা দেখতে পেলাম ছাত্রদলও একই ধরনের আবদার করে চলেছে।
 
‘ডাকসু সৃষ্টি হওয়ার পর থেকে গঠনতন্ত্র অনুযায়ী হলে হলে ভোট হচ্ছে। এর ব্যত্যয় কখনো হয়নি। এবারও হলে হলে ভোট হওয়ার জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। বিএনপির ছাত্র সংগঠন বিএনপির ধারাবাহিকতায় নানা ধরনের আবদার করছে, যেটি ডাকসুর গঠনতন্ত্র বর্হিভূত। ’
 
***খালেদার মুক্তির দু’টি পথ দেখালেন তথ্যমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।