ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‌সাতক্ষীরায় পাইপ গান, গু‌লি ও ফেন‌সি‌ডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
‌সাতক্ষীরায় পাইপ গান, গু‌লি ও ফেন‌সি‌ডিলসহ আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরায় একটি পাইপ গান, নয় রাউন্ড গু‌লি ও ৮৮ বোতল ফেন‌সি‌ডিলসহ মাসুদ রানা নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) সদস্যরা।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মাসুদ দক্ষিণ তলুইগাছা গ্রামের মৃত নিজাম সরদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ফেব্রুয়ারি গভীর রাতে বি‌জি‌বির তলুইগাছা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ওলিউল আলমের নেতৃত্বে একটি দল সীমান্তের মেইন পিলার ১২/৩-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ তলুইগাছায় অভিযান চা‌লিয়ে এক‌টি পাইপগান, নয় রাউন্ড গুলি এবং ৮৮ বোতল ফেনসিডিলসহ মাসুদ রানা নামে এক ব্য‌ক্তিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।