ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গৃহবধূর আত্মহত্যা, শ্বশুর-শাশু‌ড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
সাতক্ষীরায় গৃহবধূর আত্মহত্যা, শ্বশুর-শাশু‌ড়ি আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় গলায় ফাঁস দিয়ে আখি বসু (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার শ্বশুর-শাশু‌ড়িকে আটক করেছে পু‌লিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়া‌রি) দুপুরে সদর উপজেলার ব্রহ্মরাজপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

আটকরা হলেন- আ‌খির শ্বশুর সন্তোষ বোস অরফে এসকে বোস ও শাশুড়ি অশোকা রানী বোস।

 

স্থানীয় ইউপি সদস্য রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, আখি ব্রহ্মরাজপুরের অরুপ বোসের দ্বিতীয় স্ত্রী। স্ত্রীকে নির্যাতনের কারণে প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যান। পরে তিনি আবার দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীকেও তিনি নির্যাতন করতেন। এসব নিয়ে পা‌রিবা‌রিক কলহের জেরে ঘরের সি‌লিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আখি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
 
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বাংলা‌নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী অরুপ বোস পলাতক রয়েছেন। তবে জিজ্ঞাসাবাদের জন্য আখির শ্বশুর ও শাশু‌ড়িকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।