ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় দুই ইয়াবা বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
শার্শায় দুই ইয়াবা বিক্রেতা আটক

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১২৭ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

আটকরা হলেন- যশোরের ঝিকরগাছার শংকরপুর ফেরীঘাট এলাকার আবুছার গাজী (৩৫) ও শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকার কদর আলীর ছেলে আবুল কাশেম (২৭)।

পুলিশ জানায়, তারা উপজেলার কয়েকটি এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বাগআঁচড়া বাজার থেকে ৬৫ পিস ইয়াবাসহ আবুছার গাজীকে আটক করা হয়। অপর একটি অভিযানে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে ৬২ পিস ইয়াবাসহ আবুল কাশেমকে আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বাংলানিউজকে বলেন, আটকদের শার্শা থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এজেডএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।