ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িগঙ্গার ১১৮ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩ একর ভূমি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
বুড়িগঙ্গার ১১৮ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৩ একর ভূমি বুড়িগঙ্গা তীরে চলছে উচ্ছেদ অভিযান

ঢাকা: বুড়িগঙ্গা আদি চ্যানেলের লোহারপুলে ১১৮টি স্থাপনা উচ্ছেদ ও তিন একর ভূমি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও ঢাকা জেলা প্রশাসন এ যৌথ অভিযান চালায়। 

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) নৌ-পরিবহন মন্ত্রণালয় জানায়, অভিযানের তৃতীয় পর্যায়ে লোহারপুলের পাশে শহীদনগর বালুঘাট ও কামরাঙ্গীরচরের ব্যাটারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
 
এদিন দোতলা ভবন তিনটি, আধাপাকা ঘর ৩৮টি, টিনের ঘর ৩৫টি ও টংঘর ৪২টি উচ্ছেদ করা হয়েছে।

বিআইডব্লিউটিএ প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট এক হাজার ১৯৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং প্রায় ১০ একর তীরভূমি উদ্ধার করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে বিআইডব্লিউটিএ দখলদারদের বিতাড়িত করার পরিকল্পনা নিয়ে নদী উদ্ধারে উচ্ছেদ কার্যক্রম চালাচ্ছে।  
 
বুধবার (১৩ ফেব্রুয়ারি) কামরাঙ্গীরচরের নবাবচর এলাকা থেকে বসিলা অভিমুখে বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে বলে জানায় মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।