ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দেশে মজুদ আছে ১৫৩০৩১৭ মেট্রিক টন খাদ্যশস্য 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
দেশে মজুদ আছে ১৫৩০৩১৭ মেট্রিক টন খাদ্যশস্য  জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

জাতীয় সংসদ ভবন থেকে: দেশে বর্তনমানে খাদ্যশস্যের মজুদের  পরিমাণ ১৫ লাখ ৩০ হাজার ৩১৭ মেট্রিক টন। চলতি বছর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী খাদ্যশস্যের এই মজুদের তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক লিখিত প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে মোট খাদ্য গুদামের সংখ্যা ২ হাজার ৭২২টি এবং গম সংরক্ষণের জন্য সাইলো রয়েছে ৭টি।

এ সব খাদ্য গুদামের ধারণ ক্ষমতা ২১ লাখ ১৮ হাজার ৮২২ মেট্রিক টন।

চলতি বছর ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী দেশে মজুদ খাদ্যশস্যের পরিমাণ ১৫ লাখ ৩০ হাজার ৩১৭ মেট্রিক টন। এর মধ্যে ধান ১ হাজার ৩৪৯ মেট্রিক টন, চাল ১৩ লাখ ৫৩ হাজার ৪৪২ মেট্রিক টন, গম ১ লাখ ৭৫ হাজার ৫২৬ মেট্রিক টন।

আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মুর্শেদীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার বলেন, দেশে আরও ১৬২টি খাদ্য গুদাম নির্মাণ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসকে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।