ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
শ্যামপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

ঢাকা: রাজধানীর শ্যামপুরে ছালছাবিল পরিবহনের একটি বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- বাচ্চু মিয়া (৬০), তার ছেলে জুবায়েত (২৬) ও সৈয়দ আহমেদ (২৮)।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুর পোস্তগোলা ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়েতের বড় ভাই মাসুম মিয়া বাংলানিউজকে জানান, তারা দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া মুসলিম নগর এলাকায় থাকেন। জুবায়েতও সেখানে স্ত্রী  খাদিজা ও ছেলে জুনাহিদকে নিয়ে থাকতেন।

তিনি আরও জানান, কয়েক দিন ধরে জুবায়েত কোমরে অনেক ব্যথা অনুভব করছিলেন। তাই, মঙ্গলবার বিকেলে বাবা ওকে নিয়ে ডাক্তার দেখাতে সিএনজিচালিত অটোরিকশাযোগে পোস্তগোলা এলাকার একটি হাসপাতালে যাচ্ছিলেন। পথে পোস্তগোলা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। এতে দু’জনেই মারা যান।

নিহত সৈয়দ আহমেদ কদমতলীর মা প্লাজা এলাকায় থাকতেন। তার বড় ভাই নূর মোহাম্মদ স্বপন ঢামেক হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে পোস্তগোলা ব্রিজের উপরে ছালছাবিল পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিনজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

এদিকে, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল রাজ্জাক (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

নিহত রাজ্জাকের বোন বানু আক্তার জানান, তারা খিলগাঁও এলাকায় থাকেন। সন্ধ্যায় একটি মোটরসাইকেল তার ভাইকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, রাজ্জাকের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯, আপডেট: ২১১৩ ঘণ্টা
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।