ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় তারেক (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শাহাব উদ্দিন (২৩) ও সুজন (২২) নামে আরো দুই যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ মাতব্বর পাড়া গ্রামের আবু তাহের মিস্ত্রীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামে বেড়াতে যায় তিনবন্ধু শাহাব উদ্দিন, সুজন ও তারেক। সেখান থেকে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন তারা। এ সময় তারা মোটরসাইকেল নিয়ে কোটবাজার-সোনারপাড়া সড়কের লম্বরী পাড়ার রাস্তার মাথায় এলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস সামনে থেকে চাপা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তারেক নিহত হন। এ সময় অপর দুই আরোহীকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোটবাজার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।