ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৩ নারীসহ ৪০ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
না’গঞ্জে ৩ নারীসহ ৪০ জুয়াড়ি আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকা তিন নারীসহ ৪০ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব অভিযান চালায়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে শহরের বাসস্ট্যান্ড এলাকা ছাড়াও শহরের কালীরবাজার, একাধিক এলাকায় প্রকাশ্যে এবং ফ্ল্যাট ভাড়া দিয়ে বিশেষ পেশার ব্যানার ব্যবহার করে একটি সিন্ডিকেট রমরমা জুয়ার কারবার চালিয়ে আসছিল একটি চক্র।

পুলিশ সুপারের নির্দেশে রাতে এসব স্থানে অভিযান চালানো হয়। এতে সিদ্ধিরগঞ্জে শাপলা গেস্ট হাউজ হতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিনজন নারীসহ ৪০জন জুয়াড়িকে আটক করা হয়েছে।   এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে জুয়া খেলার ৩ লাখ ১২ হাজার ৫শ’ টাকা।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।