ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে 'মাদকবিরোধী' সমাবেশ-কনসার্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
জয়পুরহাটে 'মাদকবিরোধী' সমাবেশ-কনসার্ট সমাবেশে বক্তব্য রাখছেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) তিলকপুরের মোহনপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

তিলকপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘মাদকবিরোধী’ সমাবেশে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আবু হেনা মোস্তফা কামাল, আক্কেলপুর পৌরসভার মেয়র গোলাম মাহফুজ চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার।

পরে এক ‘মাদকবিরোধী’ কনসার্টে অংশগ্রহণ করেন চলচিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর, চিত্র নায়ক ওমর সানীসহ স্থানীয় ও ঢাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের শিল্পীরা।    

এর আগে সকাল থেকে শুরু হয় এক গ্রামীণ মেলা।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।