ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতির কক্ষ সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতির কক্ষ সিলগালা ছাত্রলীগ সভাপতির কক্ষ সিলগালা করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদারের কক্ষ সিলাগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলামের উপস্থিতিতে ওই কক্ষটি সিলগালা করা হয়।  

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদারকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করে প্রতিপক্ষ গ্রুপ।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, নিরাপত্তার জন্য ওপরের নির্দেশে সজীব তালুকদারের কক্ষ সিলগালা করা হয়েছে। দুপুরে এ ঘটনার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।