ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
বরিশালে ৪ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করেন।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে ইট প্রস্ততের দায়ে বাবুগঞ্জ উপজেলার দোয়ারিয়া এলাকার মেসার্স ফাইন ব্রিকসের মালিক মো. আব্বাস উদ্দিনকে দুই লাখ টাকা, একই এলাকার মেসার্স মাস্টার ব্রিকসের ম্যানেজার আনোয়ার হোসেনকে এক লাখ টাকা, মেসার্স সালাম ব্রিকসের ম্যানেজার মো. আনিসুর রহমানকে দুই লাখ টাকা ও  মেসার্স আকন ব্রিকসের প্রোপাইটর মো. মিল্টন আকনকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, অবৈধ ইটভাটাবিরোধী জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে বিভিন্ন সংস্থা অভিযানে সহযোগিতা করায় তাদের ধন্যবাদ জানান তিনি।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-৮ এর এএসপি মুকুর চাকমার নেতৃত্বে একটি দল ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।