ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
আগৈলঝাড়ায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়েছে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গৈলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।  

এ সময় উপজেলার রুবেল জমাদ্দারের মর্ডান বেকারিকে সাত হাজার টাকা, গোসাই দাসের শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারে সাত হাজার টাকা, সাদিয়া কসমেটিক্সের মালিক রুবেল সরদারকে তিন হাজার টাকা, অপর একটি কসমেটিক্স দোকানের মালিক নুরুল ইসলামকে তিন হাজার টাকা ও মুদি দোকানী আ. হক সরদারকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া বাংলানিউজকে জানান ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্য উৎপাদনের অভিযোগে ওই সব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল সিকদার প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।