ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
বরিশালে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বরিশাল: বরিশালে শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহাবুব বেপারী নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মাহাবুব হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম তেতলা গ্রামের মালেক বেপারীর ছেলে।

মামলা ও আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে বানাপারীড়ার উদয়কাঠী গ্রামে ৪ বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোলনা থেকে তুলে বাড়ির পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে মাহাবুব।  

এ ঘটনায় শিশুটির নানা মেজাম্মেল বেপারী (মুজাহার) বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একই বছরের ২৩ সেপ্টেম্বর মামলা দায়ের করেন। একই বছরের ৭ নভেম্বর বানারীপাড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক সঞ্জিত চন্দ্র শীল মাহাবুবকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।