ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
পুঠিয়ায় ফেনসিডিলসহ মাদকবিক্রেতা আটক

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার ক্ষুদ্রজামিরা এলাকায় অভিযান চালিয়ে ২০২ বোতল ফেনসিডিলনসহ মামুনুর রশিদ (৩২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিনার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক রশিদ পুঠিয়া উপজেলার ক্ষুদ্রজামিরা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

 

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে ২০২ ফেনসিডিলসহ মামুনুর রশিদকে আটক করা হয়। তিনি ওই গ্রামের চিহ্নিত মাদকবিক্রেতা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাতেই পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।  

তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান কমান্ডার মাইনুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।