ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেছে যাত্রীবাহী বাসটি। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। এরা চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

হতাহত সবাই খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরগাহে ওরসে যাচ্ছিলেন।

পাঁচজনের মরদেহ।                                          ছবি: বাংলানিউজনিহত পাঁচজন হলেন- খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা (৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম (৪০), দীঘলিয়া থানার চন্দ্রমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা (৫০), শেরহাটি গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সালাম মিয়া (৫২) এবং আনোয়ার হোসেন (৪৫)।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি মাইজভাণ্ডারের দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিলো।

পুলিশ প্রথমে জানিয়েছিল, একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তবে পরে বলা হয়, তিনি চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এমজেএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।