ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
ভারতে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও

ঢাকা: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে রাজ্যটির সীমান্তবর্তী বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলও।

রোববার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

প্যারিসভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি প্রথমে ভূমিকম্পটির খবর দিয়ে জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

তবে এই মাত্রাকে ৪ দশমিক ৮ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, এটি মিজোরামের সাইহা জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। সাইহা রাঙামাটি জেলার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বাংলানিউজের চট্টগ্রাম ব্যুরো অফিস ভূমিকম্প অনুভূত হওয়ার খবরটি জেনেছে। জানিয়েছেন বান্দরবান ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টও।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।