ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নটরডেম কলেজের শিক্ষার্থী খুনের ঘটনায় তরুণী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
নটরডেম কলেজের শিক্ষার্থী খুনের ঘটনায় তরুণী আটক ইয়োগেন সালভেস

ঢাকা: রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসায় নটরডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খুনের ঘটনায় সবিতা (২৬) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বাংলানিউজকে জানান, গত ১২ ফেব্রুয়ারি সবুজবাগের একটি বাসা থেকে ইয়োগেন সালভেস (২২) নামে নটরডেম কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

ইয়োগেন চট্টগ্রাম কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার ম্যাকলিন গোন সালভেজের ছেলে। এ ঘটনায় সবিতা নামে ওই তরুণীকে মুগদা এলাকা থেকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান কর্নেল এমরানুল।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
পিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।