ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
আড়াইহাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বজ্রপাতে মুক্তার হোসেন (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার উচিৎপুরা ইউয়িনের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুক্তার একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, সকালে বৃষ্টির মধ্যে বিশ্ব ইজতেমা থেকে বাসায় আসেন মুক্তার হোসেন। পরে বাড়ির পাশে মেঘনা নদীতে গোসল করার সময় বজ্রপাতে আহত হয় মুক্তার। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।